নয়াদিল্লি, ২৯ ফেব্রুয়ারি (হি.স.): ভারত সর্বদা মরিশাসের প্রয়োজনীয়তাকে সম্মান করেছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, কোভিড মহামারী হোক অথবা যে কোনও ধরনের সঙ্কট, ভারত সর্বদা নিজস্ব বন্ধু মরিশাসের জন্য প্রথম সহায়তাদাতা। ভারত ও মরিশাসের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আরও জোরদার করতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জুগনাউথ যৌথভাবে, মরিশাসের আগালগিয়া দ্বীপপুঞ্জে এয়ারস্ট্রিপ উদ্বোধন করেছেন। পাশাপাশি মরিশাসে ৬টি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে, মরিশাসের সেন্ট জেমস জেটিরও উদ্বোধন করেছেন মোদী ও জুগনাউথ।
এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “বিগত ১০ বছরে আমাদের সম্পর্ক একটি অভূতপূর্ব শক্তি অর্জন করেছে। এখন আমরা পারস্পরিক সহযোগিতার নতুন উচ্চতায় পৌঁছেছি। এছাড়াও, আমাদের সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক আগের চেয়ে আরও সুদৃঢ় হয়েছে।” প্রধানমন্ত্রী বলেছেন, “উন্নয়ন অংশীদারিত্ব আমাদের রাজনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। আমাদের উন্নয়ন অংশীদারিত্ব মরিশাসের অগ্রাধিকারের উপর ভিত্তি করে।” মোদীর কথায়, “বিগত ১০ বছরে ভারত মরিশাসের জনগণকে প্রায় ১ হাজার মিলিয়ন ডলার মূল্যের একটি ক্রেডিট লাইন এবং ৪০০ মিলিয়ন ডলারের সাহায্য প্রদান করেছে। মেট্রো লাইন ডেভেলপমেন্ট থেকে শুরু করে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট পর্যন্ত, ভারত মরিশাসে একটি দুর্দান্ত পরিকাঠামো তৈরিতে সাহায্য করেছে।”