নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ ফেব্রুয়ারি: স্বামীর দ্বারা নির্যাতনের শিকার হয়ে পুলিশের দারস্থ হলো স্ত্রী। পুলিশের কাছে অভিযোগ করা হলো স্বামী গাঁজা কারবারের সাথে জড়িত। বুধবার মধ্যরাতে এই অভিযোগ করা হয় বিশালগড় থানাতে।
বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া এলাকাতে,ভাড়া থাকে বক্সনগরের লিটন নাহা নামে এক ব্যক্তি। স্ত্রীয়ের অভিযোগ গাঁজা ব্যাপারী স্বামী লিটন নাহা প্রতিনিয়ত তার উপর অত্যাচার চালায়। বুধবার রাতেও একই ঘটনা। স্বামীর হাতে আক্রান্ত হয়ে বিশালগড় হাসপাতালে যেতে হয় চিকিৎসার জন্য। সেখান থেকে চিকিৎসা সেরে থানায় মামলা করতেই,পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করে নিয়ে আসে থানাতে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।