ধর্মনগর, ২৯ ফেব্রুয়ারি: বৃহস্পতিবার ভোর রাতে ধর্মনগর থানার পুলিশ এর হাতে আটক হয়েছে মহিষ বোঝাই গাড়ি। আটক করা হয়েছে দুই পাচারকারী। জানা গেছে পাচারকালে তাদেরকে আনন্দবাজার নাকা থেকে পুলিশ আটক করে। ধৃতদের বাড়ি উদয়পুরে।
পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালাতেই উঠে এসেছে পানিসাগর থানার রামনগর এলাকার লিটন দাস ওরফে নান্টু এর নাম। কুখ্যাত এই গো মাফিয়া বিগত বেশ কিছু দিন ধরে পলাতক ছিল।
মিজোরাম হয়ে বিদেশি গরু মহিষ রাজ্যে নিয়ে আসা হয় দামছড়া হয়ে অবৈধভাবে পরবর্তীতে সেগুলি পানিসাগরের রামনগরে রেখে পাচার করা হয় সোমামুড়া বক্সনগর বিশালগড়, উদয়পুর ইত্যাদি জায়গায় বাংলাদেশে পাচারের লক্ষ্যে। গরু পাচারের বানিজ্যে জড়িয়ে অনেকেই কামিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। কিন্তু আজ ভোড় রাতে পুলিশের তৎপরতায় ধরা পরে যায় মহিষ বোঝাই বলেরো গাড়িটি।