বিদ্রোহী ৬ কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ হিমাচলে, অযোগ্য ঘোষণা করলেন অধ্যক্ষ

শিমলা, ২৯ ফেব্রুয়ারি (হি.স.) : হিমাচল প্রদেশের বিদ্রোধী ৬ জন কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলেন অধ্যক্ষ কুলদীপ সিং পাঠানিয়া। ৬ কংগ্রেস বিধায়ককে বিধানসভা থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার হিমাচল প্রদেশ বিধানসভার অধ্যক্ষ এই ঘোষণা করেন। অযোগ্য ঘোষিত হওয়া বিধায়করা হলেন রজিন্দর রানা, সুধীর শর্মা, ইন্দর দত্ত লখনপাল, দেবিন্দর কুমার ভুটু, রবি ঠাকুর এবং চেতন্য শর্মা। এর আগে গতকাল এই ৬ কংগ্রেস বিধায়ককে তাঁদের ‘সাহসিকতার’ জন্য হাততালি দিয়ে স্বাগত জানিয়েছিলেন বিজেপি বিধায়করা। পরে বিজেপির ১৫ জন বিধায়কদের সাসপেন্ড করা হয়েছিল।

হিমাচল প্রদেশ বিধানসভার অধ্যক্ষ কুলদীপ সিং পাঠানিয়া বৃহস্পতিবার বলেছেন, “৬ জন বিধায়ক, যারা কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, নিজেদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনের বিধান আকৃষ্ট করেছিলেন…আমি ঘোষণা করছি, ৬ জনের অবিলম্বে হিমাচল প্রদেশ বিধানসভার সদস্যতা বাতিল করা হচ্ছে।” অধ্যক্ষ আরও বলেছেন, “দলত্যাগ বিরোধী আইন অনুসারে, আমাদের সচিবালয় হিমাচল প্রদেশের মন্ত্রী হর্ষ বর্ধন চৌহানের অভিযোগের মাধ্যমে ৬ জন বিধায়কের বিরুদ্ধে দায়ের করা আবেদনটি পেয়েছে।”

উল্লেখ্য, গত মঙ্গলবার হিমাচল প্রদেশে রাজ্যসভার একমাত্র আসনের নির্বাচনে টানটান উত্তেজনা দেখা যায়। উল্লেখ্য, ৬৮ আসন বিশিষ্ট হিমাচল বিধানসভায় সরকার পক্ষে ছিলেন ৪৩ জন বিধায়ক। এর মধ্যে কংগ্রেস বিধায়ক ছিলেন ৪০ জন, এবং নির্দল বিধায়ক ৩ জন। অপরদিকে বিজেপির বিধায়ক সংখ্যা হল ২৫। এই আবহে রাজ্যসভার একমাত্র আসনে কংগ্রেসের জয় নিশ্চিত ছিল অঙ্কের নিরিখে। তবে ক্রস ভোটিংয়ে হিমাচলের থেকে ‘নিশ্চিত’ রাজ্যসভা আসনটি হাতছাড়া হয় কংগ্রেসের। দাবি করা হচ্ছে, শাসক গোষ্ঠীর ৯ জন বিধায়ক বিজেপির প্রার্থীকে ভোট দিয়েছেন। প্রসঙ্গত, হিমাচল বিধানসভার ‘ম্যাজিক ফিগার’ হল ৩৫। তবে বর্তমানে ৬ কংগ্রেস বিধায়ককে অযোগ্য ঘোষণা করায় মোট বিধায়কের সংখ্যা নেমে এসেছে ৬২-তে। আর এই আবহে ম্যাজিক ফিগার হয়েছে ৩২। আর ৬ বিধায়ককে অযোগ্য ঘোষণার পর কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমে দাঁড়াল ৩৪-এ। ম্যাজিক ফিগারের থেকে ২ বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *