উদয়পুর, ২৯ ফেব্রুয়ারি: জীববিদ্যার উপর প্লাস্টার অফ প্যারিস এর মাধ্যমে বিভিন্ন কাজ করে মিউজিয়াম তৈরি করেছেন বিজ্ঞান শিক্ষক পার্থ সারথি দাস । চিত্র শিল্পী নয়, পেশায় তিনি একজন বিশিষ্ট বিজ্ঞান শিক্ষক। যার কাছে পড়াশোনা করে আজ বহু ছাত্র-ছাত্রী নিজেকে প্রতিষ্ঠিত করেছে সমাজের বহু অংশে। নাম পার্থ সারথী দাস। বাড়ি উত্তর-পূর্বাঞ্চল ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুর মহকুমার ব্রহ্মাবারি বিএসএনএল টাওয়ার সংলগ্ন এলাকায়।
সেই সঙ্গে তিনি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও ব্যস্ত থাকেন প্রায়শই। জীববিদ্যার বিভিন্ন বিষয় নিয়ে প্লাস্টার অফ প্যারিস এর মাধ্যমে নিজ হাতেই বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজ করেছেন তিনি। এই নিয়েই বর্তমানে বাড়িতে সুসজ্জিত এক মিউজিয়াম অর্থাৎ সংগ্রহশালা তৈরি করেছেন।
বলতে গেলে সমাজের এমন কিছুর মানুষ রয়েছেন যারা চিত্র শিল্পের সাথে কখনো যুক্ত নয়, কিন্তু নিজের কলাকৌশলের মাধ্যমে কিছু ক্রিয়েটিভ কাজ করে নতুনত্বের মাধ্যমে স্থান পেয়েছে।
সে রকমভাবে বলতে গেলে, জীব বিদ্যার উপর বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে প্লাস্টার অফ প্যারিস এর আঁকা ছবিগুলিও ব্যাপকভাবে ফুটে উঠতে দেখা যায় তারই চেষ্টায় গড়ে ওঠা নিজ গৃহের সংগ্রহ শালায়। আজ ২৮ ফেব্রুয়ারি, জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে পার্থ বাবুর চেষ্টায় তৈরি এই ধরনের কাজগুলি দেখতে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।