BRAKING NEWS

পুর এলাকায় চলমান বিভিন্ন উন্নয়ন কাজ ঘুরে দেখলেন পুর পরিষদের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৮ ফেব্রুয়ারি:  বুধবার খোয়াই পুর এলাকায় চলমান বিভিন্ন উন্নয়ন কাজ ঘুরে দেখলেন পুর পরিষদের চেয়ারপার্সন ও পুর পরিষদের মূখ্য নির্বাহী আধিকারিক তথা এস ডি এম। 

পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা ও মূখ্য নির্বাহী আধিকারিক তথা মহকুমা ম্যাজিস্ট্রেট মেঘা জৈন এদিন প্রথমেই যান জেলা শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত সুভাষপার্কের স্বপনপুরী অতিথি নিবাসের সন্নিহিত নির্মাণাধীন সেলফি পয়েন্টে।এখানে সুদৃশ্য একটি পার্ক গড়ে তোলা হচ্ছে পুর পরিষদের অর্থে। এখানে ঝড়ো গতিতে চলছে পার্কের নির্মাণ কাজ। 

পুর চেয়ারপার্সন ও এস ডি এম দুজনেই নির্মাণাধীন সেলফি পয়েন্টের কাজ পরিদর্শন করেন।প্রয়োজনীয় কিছু পরামর্শ ও প্রস্তাবও তারা দেন। এরপরেই তারা লালছড়ার বেলতলী শ্মশানঘাটে বৈদ্যুতিক চুল্লি সংস্থাপনের চলমান কাজ পরিদর্শন করেন। 

এরপরেই  পুর চেয়ারপার্সন ও এস ডি এম খোয়াই— আশারামবাড়ী সড়কের দূর্গানগরে নির্মাণাধীন বাস স্ট্যান্ডের নির্মাণকাজ দেখেন।দ্রুতগতিতে চলছে এই বাস স্ট্যান্ডের নির্মাণকাজ।পুর পরিবারের চেয়ারপার্সন ও মূখ্য নির্বাহী আধিকারিক তথা মহকুমা ম্যাজিস্ট্রেট বাস স্ট্যান্ডের নির্মাণকাজ দেখে এরপরেই চলে আসেন জেলা হাসপাতাল সংলগ্ন নিবেদিতা পার্কে।এখানে পার্কটির আধুনিকীকরণের কাজ চলছে পুর পরিষদের উদ্যোগে। নতুন নতুন স্ট্যাচু বসানো হচ্ছে। 

এছাড়াও শিশুদের আনন্দ বিনোদনের জন্য হরেক রকমের রকমারী অত্যাধুনিক মানের পরিকাঠামো সংস্থাপন করা হচ্ছে।এদিন বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন কালে চেয়ারপার্সন ও এস ডি এম — র সাথে ছিলেন পূর্ত দপ্তরের সহকারী বাস্তুকার মনোজ দেববর্মা সহ পূর্ত দপ্তরের অন্যান্য প্রকৌশলীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *