নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : বর্তমানে আন্তর্জাতিক ফোরামে ভারতের বিশ্বাসযোগ্যতা বেড়েছে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার এই মন্তব্য করেন। বিশাখাপত্তনমে আয়োজিত ‘বুদ্ধিজীবী সম্মেলনে’ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার বলেন, আজ আন্তর্জাতিক ফোরামে ভারতের বিশ্বাসযোগ্যতা বেড়েছে। ভারত এখন আর দুর্বল দেশ নয়, বিশ্বের একটি শক্তিশালী দেশে পরিণত হয়েছে। এখন কেউ যদি ভারতের দিকে তাকায় ভারত তার জবাব যোগ্য জবাব দেবে।
তিনি আরও বলেন, এখন অনেক দেশের প্রধানরাও বিশ্বাস করেন যে একবিংশ শতাব্দী ভারতের অন্তর্গত হতে চলেছে। এই কারণেই কাতারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ প্রাক্তন ভারতীয় নাবিক ক্ষমা পেয়েছিলেন। তাঁদের একজন এই বিশাখাপত্তনমের বাসিন্দা। ‘বুদ্ধিজীবী সম্মেলনে’ রাজনাথ সিং উত্তর ও দক্ষিণ ভারতের মৌলিক সমস্যার কথা উল্লেখ করে বলেন যে উভয় জায়গায় কিছু আলাদা আলাদা কাঠামোগত সমস্যা রয়েছে, তাই আমাদের চেষ্টা করা উচিত যাতে তাদের উভয়কে আরও সংযুক্ত করা যায়। দক্ষিণ ভারতের সমৃদ্ধির পরিসংখ্যানকে ধ্বংস করতে বিরোধীরা মাঝে মাঝে শত্রুতা বাঁধানোর চেষ্টা করেন, যেটা সম্পূর্ণ ভুল। তিনি আরও জানান, আমরা যদি দক্ষিণ ভারতের রাজ্যগুলির কথা বলি, কর্ণাটকে দীর্ঘদিন ধরে আমাদের সরকার রয়েছে। বর্তমানে আমরা পশ্চিমবঙ্গ, ওড়িশা ও কর্ণাটকের দ্বিতীয় বৃহত্তম দল। অন্ধ্রপ্রদেশ, তামিল এবং কেরলে আমাদের ভোটের হার ক্রমাগত বাড়ছে।
গত লোকসভা নির্বাচনে, আমরা পশ্চিম ভারতে সর্বাধিক সংখ্যক আসন পেয়েছি। প্রায় ৩০ বছর ধরে গুজরাটে আমাদের সরকার রয়েছে। উত্তর-পূর্ব সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন যে আমাদের প্রায়শই অভিযোগ করা হয় যে বিজেপি কেবল উত্তর ভারতের একটি দল। আমরা শুধু হিন্দি বলয়ের দল বলে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তাও ভুল। আমরা অসমে ২-বার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছি। অসম হিন্দি বেল্টের রাজ্য নয় বলেও তিনি এদিন উল্লেখ করেন।