নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি: প্রতিদিনই ত্রিপুরার সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। মঙ্গলবার ফের আগরতলা রেল স্টেশন থেকে ১২জনকে আটক করল আগরতলা রেল পুলিশ ও বিএসএফ। এদের মধ্যে ২ জন ভারতীয় ও বাকি ১০ জন বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।
দায়িত্বপ্রাপ্ত জি আর পি থানার পুলিশ জানিয়েছেন, তাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর নাগাদ এই ১২ জনকে দেখে পুলিশের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। তাতে জানা যায়, এই ১২ জনের মধ্যে ২ জন ভারতীয় ও ১০ জন বাংলাদেশি। তারা কাজের সন্ধানে গুজরাট যাচ্ছিল বলে জানা গেছে। তাদেরকে আগরতলা রেল স্টেশন থেকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।