নয়াদিল্লি ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লির এলএনজেপি হাসপাতালে সোমবার রাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এলএনজেপি হাসপাতালের মেডিকেল ডিরেক্টর সুরেশ কুমার জানিয়েছেন, শর্ট সার্কিটের কারণেই আগুন লাগে। যদিও আগুনে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। মেডিকেল ডিরেক্টর, সুরেশ কুমার আরও বলেছেন, “জরুরি ব্লকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।
তবে বর্তমানে সব রোগীই নিরাপদে রয়েছেন। তাঁদের কাউকেই তাঁদের ওয়ার্ড থেকে সরানোর প্রয়োজন পড়েনি। মেডিকেল ডিরেক্টর, সুরেশ কুমার আরও জানান, দমকল বিভাগ সঠিক সময়ে হাসপাতালে পৌঁছে আগুন নেভিয়ে দেয়। তারফলেই পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও হাসপাতালে আগুন লাগার ফলে আতঙ্কের সৃষ্টি হয়েছিল। আগুন নেভানোর পরে হাসপাতালে আবার পরিষেবা স্বাভাবিক হয়।