নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি: গোপন খবরের ভিত্তিতে আগরতলা পূর্ব থানার পুলিশ চন্দ্রপুর আইএসবিটি বাস স্ট্যান্ড থেকে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৪০ হাজার টাকার উপর হবে বলে জানা যায়।
আটককৃত দুই ব্যক্তির মধ্যে একজনের নাম ধনঞ্জয় বিশ্বাস, বাড়ি মধুপুর বনকুমারি এলাকায় এবং অপরজন নিরঞ্জন সরকার, বাড়ি চারিপাড়া এলাকায়। ২জনকেই এন ডি পি এস মামলায় আটক করে থানায় নিয়ে আসা হয়।। আগামীকাল তাদের কোর্টে তোলা হবে বলে জানিয়েছেন পূর্ব থানার ওসি সনজিৎ সেন।