আগরতলা, ২৬ ফেব্রুয়ারি : রাস্তার পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন এলাকায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্হানীয়রা তেলিয়ামুড়া থানায় খবর দিয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করে।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকাল থানায় খবর আসে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন রাস্তার পাসে এক ব্যক্তি পড়ে রয়েছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিশ্চিত হন তাঁর মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, মৃত যুবক উত্তর মহারানী বাহাদুর সর্দার পাড়ার বাসিন্দা অসীম দেববর্মা। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ খুঁজে পাওয়া যাবে বলে জানান তিনি।