অমৃত কালে উন্নত দেশ হওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে প্রস্তুত ভারত : জে পি নাড্ডা

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : ‘বিকশিত ভারত’, ‘আত্মনির্ভর ভারত’ এবং ‘বিশ্বমিত্র ভারত’-এর দৃষ্টিভঙ্গি ২০১৪ সালের আগে কল্পনার বাইরে ছিল। কিন্তু এখন মোদীজির যোগ্য নেতৃত্বে এই স্বপ্নগুলি বাস্তবে রূপ নিচ্ছে। বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তাঁর মতে, অমৃত কালে উন্নত দেশ হওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে প্রস্তুত ভারত। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য সোমবার ‘সংকল্প পত্র পরামর্শ প্রচারাভিযান’-এর সূচনা করেছেন নাড্ডা এবং ‘বিকশিত ভারত মোদীর গ্যারান্টি’ রথের শুভসূচনা করেন।

নাড্ডা এদিন বলেছেন, “আমরা নিশ্চিত করছি, জনগণের আশা-আকাঙ্খা যেন আমাদের কাছে সব উপায়ে পৌঁছয়। মোদীজির নেতৃত্বে আমরা আগামী ৫ বছরে মানুষের স্বপ্ন ও আকাঙ্খা পূরণ করব। এই অমৃত কালের সময়ে আমরা নিশ্চিত করব, ভারত যেন একটি উন্নত এবং স্বনির্ভর দেশ হওয়ার দিকে বড় অগ্রগতি করে।” নাড্ডা আরও বলেছেন, “দেশের লোকসভা কেন্দ্রগুলিতে ভিডিও ভ্যানের মাধ্যমে, আমরা প্রায় ২৫০টি জায়গায় সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে যোগাযোগ করব এবং আমরা তাঁদের পরামর্শগুলিও শুনব।”