পাটনা, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : পাটনা-গয়া রেল সেকশনের জেহানাবাদে ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালের এই দুর্ঘটনায় মৃত ২ জন সম্পর্কে বাবা ও ছেলে। ২ জনেই এক আত্মীয়ের তিলক অনুষ্ঠানে অংশ নিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। ঘটনাটি ঘটেছে বিহারের তেহতা স্টেশনের কাছে। ওঁনারা গয়া জেলার বালা বিঘা গ্রামের বাসিন্দা ছিলেন।
মৃতদের নাম শ্রবণ কুমার ও জ্যাকি কুমার। তেহতা স্টেশনের কাছে রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেন এসে তাঁদের ধাক্কা মারলে ২ জনেরই ঘটনাস্থলে মৃত্যু ঘটে। জেহানাবাদ রেলওয়ে স্টেশন পুলিশ ২ জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেহানাবাদ সদর হাসপাতালে পাঠিয়েছে।

