ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি।। মহকুমার সেরা রেশম বাগান অ্যাথলেটিক্স ক্লাব। খেতাব নির্ণায়ক ম্যাচে রেশম বাগান অ্যাথলেটিক্স ক্লাব ৬ উইকেটে পরাজিত করে নেতাজি সুভাষ সঙ্ঘকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত টি-২০ ক্রিকেটে। সোমবার রাণীরবাজার স্কুল মাঠে হয় মহারণ। তাতে চিরঞ্জীৎ পালের অলরাউন্ড পারফরম্যান্সে খেতাব জয় করে রেশম বাগান অ্যাথলেটিক্স ক্লাব। প্রথমে বল হাতে ৫ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৩৮ রান করে দলের জয়কে সহজ করে দেন চিরঞ্জীৎ। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে নেতাজি সুভাষ সঙ্ঘ ১২১ রান করতে সক্ষম হয়। প্রাথমিক ব্যর্থতার পর দলের হয়ে রুখে দাঁড়ান অমিতেষ রুদ্র পাল এবং বিশাল সাহা। ওই দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১০০ রানের গন্ডি অতিক্রম করে নেতাজি সুভাষ সঙ্ঘ। দলের পক্ষে বিশাসল ২০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬ এবং অমিতেষ ৪০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩৬ রান করেন। এছাড়া দলের পক্ষে নিপন সাহা ২০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। দল অতিরিক্ত খাতে পায ১৫ রান। রেশম বাগান অ্যাথলেটিক্স ক্লাবের পক্ষে চিরঞ্জীৎ পাল ৮ রানে ৫ টি এবং বিল্লাল মিঁয়া ১৫ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে রেশম বাগান অ্যাথলেটিক্স ক্লাব ১৩.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে চিরঞ্জীৎ পাল ২২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮, শুভম দাস ১৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২০, অপন দাস ১৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫ , আশরাফুল ইসলাম ৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ এবং বিল্লাল মিঁয়া ১৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ (অপ:) রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান। খেলা শেষে মাঠেই হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফাইনাল ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিজয়ী রেশম বাগান অ্যাথলেটিক্স ক্লাবের অলরাউন্ডার চিরঞ্জীৎ পাল।