তেলিয়ামুড়া, ২৫ ফেব্রুয়ারি: চিকিৎসকের গাফিলতিতে ৫০ ঊর্ধ্ব এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠলো তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের বিরুদ্ধে। গত শনিবার বিমল বৈষ্ণব এক ব্যক্তিকে মাইগঙ্গা রেল ব্রিজ সংলগ্ন এলাকায় আহত অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে তেলিয়ামুড়া দমকল বিভাগের কর্মীরা আহত অবস্থায় বিমল বৈষ্ণব কে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে রাত ১১ টা নাগাদ।
কিন্তু আত্মীয় পরিজনরা খবর না পাওয়াতে সারারাত বিনা চিকিৎসায় হাসপাতালে পড়ে থাকেন। পরবর্তী সময় রবিবার সকালের কোনো এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন বিমল বৈষ্ণব নামে ওই ব্যক্তিটি।
সংবাদের জানা গেছে,, বিমল বৈষ্ণবের বাড়ি বহিঃ রাজ্যের শিলচর এলাকায়। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বিমল বৈষ্ণবের মৃতদেহটি মর্গে নিয়ে রাখেন ময়না তদন্তের জন্য। এই ঘটনা প্রসঙ্গে তেলিয়ামুড়া থানার পুলিশকে জানালেও কোনো এক অজ্ঞাত কারণে থানার পুলিশ রবিবার সকাল ১০ টায় বীরদর্পে হাসপাতালে গিয়ে হাজির হয় ঘটনার খোঁজখবর নেওয়ার জন্য। এই হল রাজ্য পুলিশের মানবিকতা। যদিও পড়ে মৃত বিমল বৈষ্ণবের মৃতদেহ ময়না তদন্তের পর তার আত্মীয়-স্বজনদের হাতে তুলে দেয়।