লোকসভা নির্বাচনের জন্য আগামী ৩ মাস মন-কি-বাত অনুষ্ঠান হবে না : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): লোকসভা নির্বাচনের জন্য আগামী ৩ মাস মন-কি-বাত অনুষ্ঠান হবে না। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই এমনটা জানিয়েছেন। রবিবার মন-কি-বাত অনুষ্ঠানের ১১০-তম পর্বে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আসন্ন লোকসভা নির্বাচনের জন্য আগামী ৩ মাস মন-কি-বাত অনুষ্ঠান সম্প্রচারিত হবে না।”

প্রধানমন্ত্রী আরও জানান, “মন-কি-বাত ৩ মাসের জন্য বন্ধ থাকলেও, দেশের প্রাপ্তি থেমে থাকবে না তাই, ‘মন-কি-বাত’ হ্যাশট্যাগ দিয়ে সোশ্যাল মিডিয়ায় সমাজ ও দেশের অর্জন পোস্ট করতে থাকুন।” দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “দেশে সাধারণ নির্বাচনের সময় এসেছে, সম্ভবত মার্চ মাসে আদর্শ আচরণবিধি বলবৎ হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *