ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি।। বিবেকানন্দ ব্যায়ামাগারে নতুন স্পোর্টস হলের উদ্ভোধন ২৬ ফেব্রুয়ারি। নবনির্মিত এই হলটির উদ্বোধন করবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। বিকেল চারটায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে থাকবেন ৩২ নং ওয়ার্ডের কর্পোরেটর শিল্পী সেন, বিবেকানন্দ ব্যায়ামাগারের সভাপতি অজয় কুমার দাস প্রমুখ । বিশেষ অতিথি হিসেবে থাকবেন অলিম্পিয়ান পদ্মশ্রী দীপা কর্মকার। আশিস কুমার সাহা নিজের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে এই স্পোর্টস হল তৈরির জন্য ১০ লক্ষ টাকা অনুদান মঞ্জুর করেছিলেন। এই স্পোর্টস হল তৈরি করতে ৮ লক্ষ টাকা খরচ হয়েছে। শনিবার সাংবাদিক বৈঠক করে এই সব তথ্য তুলে ধরলেন বিবেকানন্দ ব্যায়ামাগারের সচিব নারায়ণ চন্দ্র দেবনাথ।
2024-02-24