BRAKING NEWS

বাইসাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণে বের হল পশ্চিমবাংলার যুবক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৩ ফেব্রুয়ারি:  বাইসাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণে বের হল পশ্চিমবাংলার দক্ষিণ দিনাজপুর জেলার এক যুবক। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা কৈলাসহরে এসে পৌছাল ওই যুবক।

 পশ্চিমবাংলার দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা মৃত জানোকি পালের ৩০ বছরের ছেলে মাধাই পাল ২০২৩ সালের নভেম্বর মাসের ১০ তারিখ তার নিজ বাড়ি থাকে বাইসাইকেল নিয়ে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেয়। বিগত চার পাঁচ দিন পূর্বে সে ত্রিপুরাতে প্রবেশ করে বাইসাইকেল নিয়ে। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা কৈলাসহরে আসে ওই যুবক। তিনি সাংবাদিকদের জানিয়েছেন সে বিশ্ব ভ্রমণে বের হয়েছে আগামীকাল সে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে। সে ২০২০ সালে বাইসাইকেল নিয়ে প্রথম বের হয়েছিল। তখন সে গোটা ভারতবর্ষ ২০২২ সাল পর্যন্ত ভ্রমণ করেছিল। এবারে পুনরায় সে তার ভ্রমন শুরু করেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *