BRAKING NEWS

বামুটিয়া সাব সিড সেন্টার মেরামতিতে হাত দিল দপ্তর, তবে পুরাতন বিল্ডিং এ দুর্ঘটনার আশঙ্কা 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি: বামুটিয়া সাব সিড সেন্টার মেরামতিতে হাত দিল দপ্তর। যেখানে এই পুরানো পাকা বাড়িটি ভেঙ্গে নতুনভাবে নির্মাণ করার কথা ছিল সেই জায়গায় সেটি মেরামতের উদ্যোগ নিয়েছে দপ্তর। এলাকার কৃষকদের প্রশ্ন প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যে কৃষকরা এই দপ্তরে আসা-যাওয়া করছে তাদের জীবন কি এতটাই সত্তা?

 বহু বছর আগে বামুটিয়া এলাকার কৃষকদের দপ্তর থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা এবং পরিষেবা প্রদানের জন্য স্থাপন করা হয়েছিল বামুটিয়া সাব সিড সেন্টারের। তারপর এই বিল্ডিংটিতে আর মেরামত হয়নি। গত মঙ্গলবার থেকে কৃষি দপ্তর এই বিল্ডিং এর মেরামতির কাজে হাত দিয়েছে। 

কিন্তু দীর্ঘ বছরের পুরানো এই পাকা বাড়ি বর্তমানে বিভিন্ন অংশ ভেঙ্গে পড়া শুরু হয়েছে। বিল্ডিং এর চারপাশে ফাটল ধরেছে। যেকোনো দিন ভেঙ্গে পড়তে পারে এই বিল্ডিং। স্থানীয় কৃষকরা প্রতিদিন এই দপ্তরে আসেন বিভিন্ন পরিষেবা নেওয়ার জন্য।

 কৃষি দপ্তরের দুই থেকে তিনজন কর্মচারী প্রতিদিন এই দপ্তরে বসে পরিষেবা প্রদান করেন।  সরকারি দপ্তরের যে জরাজীর্ণ অবস্থায় মানুষ পরিষেবা নিচ্ছে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। 

যেখানে ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে ত্রিপুরার নাম রয়েছে সেই জায়গায় সরকারি প্রতিষ্ঠানে এই ধরনের খামখেয়ালী একেবারেই অনভিপ্রেত। এলাকার কৃষকদের দাবি এই পাকা বাড়িটি মেরামত না করে ভেঙ্গে নতুন ভাবে নির্মাণ করার। অন্যদিকে কাজের দায়িত্বে থাকা নির্মাণ শ্রমিকরাও এই বিল্ডিংটি মেরামতির চাইতে ভেঙ্গে নতুন নির্মাণ করলেই ভালো হতো বলে অভিমত প্রকাশ করলেন। এখন দেখার এলাকার কৃষকদের জীবন ঝুঁকির কথাটি মাথায় রেখে সরকার নতুনভাবে পাকা বাড়ির নির্মাণে উদ্যোগ নেয় কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *