সুকমা, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : ছত্তিশগড়ের সুকমা জেলায় দুই গ্রামবাসীকে হত্যা করল মাওবাদীরা। দুই গ্রামবাসীকে পুলিশের তথ্যদাতা সন্দেহে খুন করেছে মাওবাদীরা, সেই হত্যার দায়ও স্বীকার করেছে মাওবাদীরা। নিহত দু’জনের নাম-সোদি হুঙ্গা ও মাদভি নন্দা। তাদের বাড়ি দুললেড গ্রামে।
শুক্রবার সকালে পুলিশ জানিয়েছে, মাওবাদী অধ্যুষিত সুকমা জেলার দুললেড গ্রামের বাসিন্দা দু’জনকে হত্যা করেছে মাওবাদীরা। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, মাওবাদীরা সন্দেহ করেছে ওই দুই গ্রামবাসী পুলিশকে সহায়তা করত, সেই সন্দেহের বশেই দুই গ্রামবাসীকে হত্যা করেছে মাওবাদীরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

