BRAKING NEWS

শ্রমজীবী নারীদের ১২দফা দাবীর ভিত্তিতে সিআইটিইউ- এর উদ্যোগে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারিঃ  শ্রমজীবী নারীদের ১২দফা দাবীর ভিত্তিতে শুক্রবার শ্রমদপ্তরের কমিশনারের অফিসের সামনে বিক্ষোভে সামিল হয় সিআইটিইউ। এদিন সিআইটিইউ- এর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম দপ্তরের কমিশনারের কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে ধর্নায় মিলিত হয়। 

এদিনের এই কর্মসূচী সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে সিআইটিইউ নেতৃত্ব মানিক দে বলেন, শ্রমজীবী মহিলাদের উপর কর্মস্থলে নির্যাতন চলছে। এছাড়াও অঙ্গনওয়ারী কর্মী, আশা কর্মীদের ছাটাই করা হয়েছে পাশাপাশি দীর্ঘদিন ধরে তারা বেতন বঞ্চনার ও শিকার হচ্ছেন। তিনি বলেন, মূল্যবৃদ্ধি রোধ, কর্মক্ষেত্রে ছাটাই, নারী নির্যাতন সহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে এদিনের এই বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *