নিজস্ব প্রতিনিধি, পেচারথল, ২৩ ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক বিরোধী সকলেই তাদের ঘর গোছাতে শুরু করেছে। সংগঠনকে শক্তিশালী করার কাজ যেমন চলছে তেমনি চলছে সংগঠনের বিরোধী শিবির ভেঙ্গে দলকে বৃহৎ করার লক্ষ্য। বিরোধী দলকে ঝাপটা দিয়ে শাসকদলের পুঁজি বাড়ানোর প্রচেষ্টায় ঝাকে ঝাকে কাজ চালিয়ে যাচ্ছেন নেতা-মন্ত্রীরা। থামতে নারাজ পেঁচারথল কেন্দ্রের বিধায়ীকা তথা রাজ্যের মন্ত্রী সান্তনা চাকমা।
বৃহস্পতিবার ৫৯নং পেঁচারথল বিধানসভার জমারায়পাড়া ৩৫ নং বুথে আয়োজিত এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত হন মন্ত্রী সান্তানা চাকমা , বিওসির চিয়ারমেন সজল চাকমা সহ অনান্যরা বিজেপির নেত্বতরা | যোগদান সভায় ১০৭ পরিবারের মোট ৩৩৫ জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন।নবাগত দের হাতে দলিয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন মন্ত্রী সহ অনান্যারা |