ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি।। ক্রিকেটের ঢাকে কাঠি পড়ে গেছে বলা চলে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির উদ্যোগে। বিশেষ করে অ্যাডভাইজারি টুর্নামেন্ট কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী পাঁচ মার্চ থেকে মহিলাদের সিনিয়র আমন্ত্রণ মূলক এক দিবসীয় ৫০ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২৪ শুরু হতে যাচ্ছে। টুর্নামেন্টের ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে তালতলা স্কুল গ্রাউন্ড এবং মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে। ইতোমধ্যে টি-২০ লিগ ক্রিকেট টুর্নামেন্টও শুরু হবে। অংশগ্রহণে ইচ্ছুক মহিলা সিনিয়র অনুমোদিত দলগুলোকে আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে, ছুটির দিন ব্যতিরেকে, টিসিএ-তে নাম রেজিস্ট্রেশন করানোর জন্য বলা হচ্ছে। মহিলা সিনিয়র আমন্ত্রণ মূলক লিগ টুর্নামেন্টের জন্য প্রতিটি দলে বিসিসিআই আয়োজিত জাতীয় পর্যায়ের মহিলা সিনিয়র এক দিবসীয় এবং টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে খেলে আসা ক্রিকেটারদের থেকে সর্বাধিক তিন জন খেলোয়ারকে নাম নথিভুক্ত করতে পারবে এবং খেলাতে পারবে। টিসিএ-তে সমস্ত খেলোয়ারদের নাম নথিভুক্ত করার সময় আধার কার্ডের ফটোকপি এবং অন্ততপক্ষে ১২ জন এবং সর্বাধিক ২০ জনের নাম, রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে জমা দিতে হবে। ত্রিপুরার বাইরে থেকে কোন খেলোয়াড় সিনিয়র মহিলা আমন্ত্রণমূলক লীগ ক্রিকেট টুর্নামেন্টে কোনও দলের হয়ে রেজিস্ট্রেশন করতে পারবে না। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের নবনির্বাচিত সম্পাদক সুব্রত দে এক প্রেস বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।