মেহসানা, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : আমাদের মন্দির শুধুমাত্র ”দেবালয়” নয়, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেছেন, আমাদের মন্দির জ্ঞানেরও কেন্দ্র। বৃহস্পতিবার গুজরাটের মেহসানায় ভলিনাথ ধাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অংশে অংশ নেন প্রধানমন্ত্রী মোদী, যথোচিত ধর্মীয় মর্যাদায় পূজার্চনায় অংশ নেন প্রধানমন্ত্রী।
পরে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছেন, “এটি দেশের উন্নয়নের এক অনন্য সময়, যেখানে ”দেব কাজ” অথবা ”দেশ কাজ” উভয়ই দ্রুত ঘটছে।” মোদী বলেছেন, “একদিকে ”দেবালয়” তৈরি হচ্ছে, অন্যদিকে দেশে গরিবদের জন্য ঘরও তৈরি হচ্ছে।” প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, “মোদী যে প্রতিশ্রুতিই নেয়, তা পূরণ করে। আজ দিসার রানওয়ে উদ্বোধন তার বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। এটাই মোদীর গ্যারান্টি!”

