ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি।। সংবর্ধিত করা হলো রাজ্য ক্রিকেট সংস্থার নবনির্বাচিত কার্যকরি কমিটির সদস্যদের। বৃহস্পতিবার। প্রগতি প্লে সেন্টারর পক্ষ থেকে। এদিন সকালে কোচ নয়নমনি দেববর্মার নেতৃত্বে সেন্টারের অভিভাবক প্রদ্যুৎ দাস, সুমন দেব, বিদুর দেববর্মা এবং মানব নন্দী প্রমুখ রাজ্য ক্রিকেট সংস্থায় গিয়ে সভাপতি তপন লোধ, সচিব সুব্রত দে সহ নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন করেন। রাজ্যের সবথেকে ধনী তথা বিত্তশালী ক্রীড়া সংস্থার নতুন কমিটি নির্বাচনের মাধ্যমে গঠনের পর এই প্রথম কোনও ক্রিকেট প্লে সেন্টার থেকে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা পেয়ে আপ্লুত রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারাও। সকলেই আশ্বাস দেন রাজ্য ক্রিকেটের উন্নতির জন্য কাজ করবেন। ত্রিপুরার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ায় নবনির্বাচিত কমিটির লক্ষ্য। পাশাপাশি আশ্বাস দিয়েছেন প্রগতি প্লে সেন্টারের পাশে থাকার। টিসিএ অনুমোদিত সব ক-টি প্লে সেন্টার এবং কোচিং সেন্টারকে সবরকম সহযোগিতার আশ্বাসও দেন তাঁরা।