কলকাতা, ২২ ফেব্রুয়ারি (হি.স.): লোকসভা ভোটের আগে নজরে আদিবাসী সংগঠন। জঙ্গলমহল সফরের আগেই আদিবাসী সংগঠনগুলির সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে নবান্ন সভাঘরে হবে এই বৈঠক।
কুর্মিদের প্রতিনিধি-সহ একাধিক সংগঠন থাকবে এই বৈঠকে বলেই নবান্ন সূত্রে খবর। আধার কার্ড বাতিল-সহ একাধিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে বলে নবান্ন সূত্রে খবর। সাঁওতাল, ভূমিজ, মুন্ডা, লোধা-সহ বিভিন্ন জনজাতি সংগঠনগুলির প্রতিনিধিদের নিয়ে এই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। একাধিক কুড়মি সামাজিক সংগঠনের নেতাদেরও বৈঠকে ডাকা হয়েছে। প্রতিটি সংগঠন থেকে অনধিক দু’জনকে আজ, নবান্নে উপস্থিত থাকতে বলা হয়েছে।

