ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি।। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়ের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার করলো পদকজয়ী দাবাড়ু আরাধ্যা দাস। মহাকরণে। সদ্য বিহারের পাটনাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১১ জাতীয় স্কুল দাবায় তৃতীয় স্থানাধিকারী আরাধ্যা নিজের ট্রফি তুলে দেন ক্রীড়ামন্ত্রীর হাতে। দীর্ঘ সময় আলাপ চারিতায় আরও এগিয়ে যেতে আরাধ্যার আর কী কী দরকার তা জেনে নেন ক্রীড়ামন্ত্রী। নিষ্ঠা সহকারে অনুশীলন করে আরও এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি রাজ্য সহ দেশের নাম আরও উজ্জল যাতে করতে পারে তার অগ্রিম শুভেচ্ছা জানান। তৃতীয় স্থান দখল করার সুবাদে থাইল্যান্ডে এশিয়ান স্কুল দাবায় অংশগ্রহণের সুযোগ পেলো শ্রীকৃষ্ণ মিশন স্কুলের ওই ছাত্রীটি। প্রসঙ্গত: মেট্রিক্স চেস আকাদেমির ছাত্রী আরাধ্যা। এশিয়ান আসরে ভালো ফলাফলের লক্ষ্যে এখন থেকেই জোড় প্রস্তুতি শুরু করে দিয়েছে অনুজ এবং অঞ্জু রাণী দাসের একমাত্র মেয়েটি। এশিয়ান আসরেও সাফল্য পাওয়া নিয়ে আশাবাদী আরাধ্যা।