আগরতলা, ২১ ফেব্রুয়ারি : তিপ্রামথকে ইন্ডি জোটে সামিল হওয়ার আহবান জানালো সিপিআই (এম এল) ত্রিপুরা রাজ্য কমিটি।
আজ আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে সিপিআই (এম এল)-এর জনৈক নেতার অভিযোগ, মোদী সরকারের আমলে আজ সংবিধান আক্রান্ত। সংবিধানের উপর লাগাতর আক্রমণ হচ্ছে।
এদিন তিনি বলেন, নরেন্দ্র মোদীর রাজত্বে জনজাতির উচ্ছেদের শিকার হচ্ছেন। তাঁরা জমি থেকে উচ্ছেদ হচ্ছে। তার জন্য অনেক লড়াইও হয়েছে। ত্রিপুরায় এডিসিকে ঠিক ভাবে চলতে দেওয়া হচ্ছে না। এডিসিতে বাজেটের টাকা আটকে রাখা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় এই নিয়ে তিপ্রামথা কোনো কথা বলছে না।

