আগরতলা, ২১ ফেব্রুয়ারি : ধর্মনগর থেকে ১৩৮০ জন যাত্রী অযোধ্যার উদ্দেশ্যে রওয়না দিয়েছেন। আজকের দিনটি ত্রিপুরাবাসীর জন্য অত্যন্ত গর্বের দিন। আজ ধর্মনগরে এক অনুষ্ঠানে একথা বলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য।
এদিন তিনি বলেন, ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে আজ তীর্থযাত্রীরা ‘আস্থা স্পেশাল’ ট্রেনের মাধ্যমে অযোধ্যায় প্রভু শ্রীরামের দর্শনের উদ্দেশ্যে ধর্মনগর থেকে যাত্রা শুরু করেন। আজ মোট ১৩৮০ জন যাত্রী অযোধ্যার উদ্দেশ্যে রওয়না দিয়েছেন।
এদিন তিনি প্রার্থনা করেন প্রভু শ্রীরামের আশীর্বাদে পবিত্র অযোধ্যাধামের উদ্দেশ্যে রওয়ানা হওয়া সকল তীর্থযাত্রীর যাত্রা মঙ্গলময় হয়ে উঠুক।