আগরতলা,২০ ফেব্রুয়ারি: রাজ্যের ক্রমাগত চুরির ঘটনা বৃদ্ধি পেয়েই যাচ্ছে। প্রতি রাতে কোন না কোন স্থানে চুরির ঘটনার ফলে মানুষ আতঙ্কে দিন কাটাছেন। ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় পর পর দুই বাড়িতে চোরের দল হানা দিয়েছে।চোরের দল স্বর্ণালঙ্কার ও নগদ টাকা সহ বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিয়ে যায়।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে বাড়িতে চোরের দল হানা দিয়েছে। বাড়ির জনৈক বৃদ্ধা মহিলা জানিয়েছেন, আজ ভোরের ডাক্তার দেখানোর জন্য নাম্বার আনতে গিয়েছিলেন। তখন বাড়িতে কেউই ছিল না। বাড়ি ফিরে আসে তিনি দেখতে পেয়েছেন ঘরের পিছনের দরজা ভাঙা রয়েছে। চোরের দল ঘর থেকে নগদ ৫ হাজার টাকা সহ স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে বলে জানান তিনি। ওই ঘটনায় পুলিশ তদন্তশুরু করেছে।