আগরতলা, ২০ ফেব্রুয়ারি: গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বিশালগড় থানার পুলিশ একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে। সাথে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জী জানিয়েছেন, বিশালগড় থানায় খবর আসে ধনছড়ি এলাকার বাসিন্দা রাজু সরকারের বাড়িতে বিপুল পরিমাণ শুকনো গাঁজা মজুত রয়েছে।সেই খবরের ভিত্তিতে গতকাল রাত দেড়টা নাগাদ পুলিশ রাজু সরকারের বাড়িতে অভিযান চালিয়েছে। অভিযানে তার বাড়ি থেকে মোট ৫০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। সাথে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা সম্পর্কে ভাই হয়। ধৃতরা হল রাজু সরকার ও সনজিৎ সরকার। বিশালগড় থানায় তাঁর বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করা হয়েছে।