আগরতলা, ২০ ফেব্রুয়ারি: হাসপাতাল থেকে নিখোঁজ মা, মায়ের খোঁজে দিশাহারা ছেলে। দুই রাজ্য জুড়ে খোঁজাখুঁজি চলছে। ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা রাতে মালতি সেন মেমোরিয়াল হাসপাতাল থেকে করিমগঞ্জ এলাকার স্থানীয় অসুস্থ রোগী নিখোঁজ।
থানায় নিখোঁজ ডায়েরি করেন নিখোঁজ রোগীর ছেলে সুব্রত দাস।। নিখোঁজের ৫ দিন পর ও সুব্রত দাস তার নিখোঁজ মায়ের সন্ধ্যান পায়নি। আসাম ও ত্রিপুরা দুই রাজ্য জুড়ে বিভিন্ন সূত্রে খোঁজা খুঁজি করছে মালতি দাসের ছেলে সুব্রত দাস, এখন প্রশ্ন উঠতে শুরু করেছে জুতিকুচি সংকর হোটেল নেয়ার মালতি সেন মেমোরিয়াল হাসপাতালের নিরাপত্তা বাহিনীদের গাফিলতিতে এই নিখোঁজের ঘটনাটি সংগঠিত হয়।
আবেদনে নিখোঁজ মালতি দাসের ছেলে সুব্রত দাস তার মাকে খুঁজে পেলে ৬০০২৭৬৭৬৪৭ এই নম্বরে যোগাযোগ করার জন্য মানবিক আবেদন রাখেন রাজ্য তথা দেশবাসীর কাছে।।