ভারতীয় আস্থার আরেকটি মহান কেন্দ্র হিসেবে আবির্ভূত হবে শ্রী কালকি ধাম : প্রধানমন্ত্রী

সম্ভল, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের সম্ভলে শ্রী কালকি ধাম মন্দিরের ভূমিপুজো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে যথোচিত ধর্মীয় মর্যাদায় শ্রী কালকি ধাম মন্দিরের ভূমিপুজো করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই ভূমিপুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, শ্রী কালকি ধাম নির্মাণ ট্রাস্টের চেয়ারম্যান আচার্য প্রমোদ কৃষ্ণম প্রমুখ। শিলান্যাস অনুষ্ঠানের পর এদিন বক্তব্যও রাখেন প্রধানমন্ত্রী মোদী।

তিনি বলেছেন, “এখন উত্তর প্রদেশের ভূমি থেকে ভক্তি, আবেগ ও আধ্যাত্মিকতার আরেকটি স্রোত প্রবাহিত হতে আগ্রহী। শ্রদ্ধেয় সাধকদের ভক্তি ও মানুষের চেতনায় আরেকটি পবিত্র স্থানের শিলান্যাস হয়েছে। সকলের উপস্থিতিতে বিশাল কালকি ধামের ভিত্তিপ্রস্তর স্থাপন করার সৌভাগ্য পেয়েছি আমি। আমি নিশ্চিত, কালকি ধাম ভারতীয় আস্থার আরেকটি মহান কেন্দ্র হিসেবে আবির্ভূত হবে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “অনেক ভালো কাজ আছে, যা কিছু মানুষ শুধু আমার জন্য রেখে গিয়েছে। ভবিষ্যতে যা কিছু ভালো কাজ বাকি থাকবে, সাধু-সন্তদের আশীর্বাদে তা সম্পন্ন করব।” প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “কয়েক একর জুড়ে বিস্তৃত এই বিশাল ধাম নানা দিক থেকে বিশেষ হতে চলেছে। এটি এমন একটি মন্দির হবে যেখানে ১০টি গর্ভগৃহ থাকবে এবং ঈশ্বরের ১০টি অবতার বিরাজমান হবে।” মোদী যুক্ত করেছেন, “১০টি অবতারের মাধ্যমে আমাদের ধর্মগ্রন্থগুলিতে কেবল মানব নয়, দৈব অবতারও বিভিন্ন রূপে উপস্থাপিত হয়েছে। তার মানে আমরা প্রতিটি জীবনে ঈশ্বরের চেতনা দেখেছি।”