ভারত এখন আর অনুকরণ করে না, নিজস্ব উপস্থাপন পেশ করে : প্রধানমন্ত্রী মোদী

সম্ভল (উত্তর প্রদেশ), ১৯ ফেব্রুয়ারি (হি.স.): ভারত এখন আর অনুকরণ করে না, নিজস্ব উপস্থাপন পেশ করে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, এখন ভারতকে প্রযুক্তি ও ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে সম্ভাবনার কেন্দ্র হিসাবে দেখা হচ্ছে। আমরা উদ্ভাবনী হাব হিসেবে স্বীকৃতি পাচ্ছি। সোমবার সকালে যথোচিত ধর্মীয় মর্যাদায় উত্তর প্রদেশের সম্ভলে শ্রী কালকি ধাম মন্দিরের ভূমিপুজো করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই ভূমিপুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, শ্রী কালকি ধাম নির্মাণ ট্রাস্টের চেয়ারম্যান আচার্য প্রমোদ কৃষ্ণম প্রমুখ। শিলান্যাস অনুষ্ঠানের পর এদিন বক্তব্যও রাখেন প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন, “ভগবান রামের মতো কালকি অবতারও হাজার বছরের পথ নির্ধারণ করবেন। আমরা বলতে পারি, কালকি সময়ের চক্রে পরিবর্তনের সূচনাকারী এবং অনুপ্রেরণার উৎসও বটে।” প্রধানমন্ত্রীর কথায়, আমরা ঐতিহ্যের পাশাপাশি উন্নয়নের মন্ত্রও আত্মসাৎ করছি। মোদী বলেছেন, “এখন একজন ভারতীয় নাগরিক, সে বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন, নিজেকে নিয়ে গর্ববোধ করে। দেশে ইতিবাচক চিন্তা ও আত্মবিশ্বাসের ঢেউ বিস্ময়কর। তাই এখন আমাদের ক্ষমতাও অসীম এবং আমাদের জন্য সম্ভাবনাও অপরিসীম।” প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ভারত এমন একটি দেশ, যে দেশ পরাজয় থেকেও জয় ছিনিয়ে নিতে পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *