ক্যানিং, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের তালদি রাজাপুর খাঁ পাড়া এলাকায়। রহমত সর্দার এর বাড়িতে আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগলেও রক্ষা করা যায়নি। সম্পূর্ন বাড়িটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি ঘর থেকে। উনানের আগুন থেকে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।
বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই, ফলে শট সার্কিট থেকে আগুন লাগেনি বলে নিশ্চিত পুলিশ। রান্নার সময় কোনভাবে এই আগুন লেগেছে বলেই অনুমান। ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের। অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন গোটা পরিবার। পরিবারের পাশে দাঁড়িয়েছে ক্যানিং থানার পুলিশ। এসডিপিও ক্যানিং রাম মণ্ডলের নেতৃত্বে আই সি ক্যানিং সৌগত ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্মীরা দুর্ঘটনাগ্রস্থ পরিবারের হাতে শাড়ি, কম্বল সহ অন্যান্য সামগ্রী তুলে দেন। পরিবারের পাশে থাকার বার্তাও দিয়েছেন পুলিশ কর্তারা।