মহিলাদের স্বশক্তিকরণে বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী : সুব্রত মজুমদার

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি: মহিলাদের স্বশক্তিকরণে বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই দিশা নিয়ে কাজ করছে পার্টি। স্বসহায়ক দলগুলির মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার বিকেল তিনটায় খোয়াই ব্লকের অন্তর্গত উত্তরসিঙ্গিছড়া গ্রামপঞ্চায়েত কার্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত হয় শক্তি সংবাদ কর্মসূচিতে একথা বলেন বিজেপি মন্ডল সভাপতি সুব্রত মজুমদার।

এদিন উত্তর সিঙ্গিছড়া গ্রামপঞ্চায়ের মহিলা স্ব-সহায়ক দল এবং এনজিও’র মহিলা কর্মীদের নিয়ে আয়োজিত শক্তি সংবাদ কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন খোয়াই বিজেপি মন্ডল সভাপতি সুব্রত মজুমদার। সামনেই ২০২৪ লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি মজবুত করতে বিশেষ গুরুত্ব দিয়েছে ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটি। এক্ষেত্রে তৃণমূল স্তর থেকে জনসম্পর্কে বিশেষ নজর দেওয়া হয়েছে।

লোকসভা ভোটকে নিশানা করে এবার মাতৃশক্তিকে ঐক্যবদ্ধ করতে শক্তি সংবাদ কর্মসূচি হাতে নেয় ভারতীয় জনতা পার্টি। এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে স্ব-সহায়ক দল এবং এনজিও-র সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে সাথে যুক্ত করা। উওরশিঙিছাড়া গ্রাম পঞ্চায়েতের শক্তি সংবাদ আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই বিজেপি মন্ডল সভাপতি সুব্রত মজুমদার।

তাছাড়া পঞ্চায়েত খোয়াই সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস, মহিলা মোর্চা খোয়াই জেলা সভানেত্রী অপর্ণা সিংহ রায় সহ অন্যান্য উপস্থিত ছিলেন।

এদিনের এই সুব্রত মজুমদার বলেন, কেন্দ্রীয় প্রকল্পে যেগুলি মহিলা পরিচালিত স্ব সহায়ক দল রয়েছে এবং মহিলা স্বশক্তিকরণের জন্য দেশের প্রধানমন্ত্রী যে উন্নয়নমূলক কাজ গুলি করেছেন সেগুলিকে আরো উন্নততর করা অর্থাৎ মহিলাদের আয় সুদৃঢ় করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *