BRAKING NEWS

খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস যোগাসনা প্রতিযোগিতা শুরু, ব্যাপক সাড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি।। প্রতিযোগিতা শুরু হয়েছে সেই প্রথম বেলা থেকেই। আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে বেলা দুটোয়। তিনদিন ব্যাপী আয়োজিত এই খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস যোগাসনা প্রতিযোগিতায় সারাদেশ থেকে ১৫ টি বিশ্ববিদ্যালয় টিম এতে অংশ নিয়েছে পুরুষ বিভাগে অংশগ্রহণকারী হিসারের গুরু জাম্বেেশ্বর ইউনিভার্সিটি, পাঞ্জাবের লাভলী প্রফেশনাল ইউনিভার্সিটি, সাবিত্রীবাই ফুলে পুনে ইউনিভার্সিটি, কিট ইউনিভার্সিটি, আরটিএম নাগপুর ইউনিভার্সিটি, হরিদ্বার এর দেব সংস্কৃতি বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী, অন্ধ্র প্রদেশের রাজীব গান্ধী ইউনিভার্সিটি। মহিলা বিভাগে ইউনিভার্সিটি অফ কালিকট, ইউনিভার্সিটি অফ কল্যানী, কীট ইউনিভার্সিটি, দ্য  ইউনিভার্সিটি অফ বর্ধমান, ত্রিপুরা ইউনিভার্সিটি এবং  আর টি এম নাগপুর ইউনিভার্সিটি। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে মোট ইভেন্ট কুড়িটি হলেও একটি ইভেন্ট যোগাসনার আসর হচ্ছে আগরতলায়। অবশিষ্ট ইভেন্ট গুলোর খেলা হচ্ছে গুয়াহাটিতে। এনএসআরসিসি-র ইন্ডোর হলে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন পর্বে রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, ত্রিপুরা ইউনিভার্সিটির রেজিস্ট্রার দীপক শর্মা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, কেন্দ্রীয় সরকারের ক্রীড়া দপ্তরের উপসচিব সুব্রত কর্মকার, সাঁইয়ের কম্পিটিশন ম্যানেজার ড. চন্দ্রকান্ত মিশ্র উপস্থিত ছিলেন। এদিকে, উদ্যোক্তাদের পক্ষ থেকে সান্ধ্যকালীন এক সাংবাদিক সম্মেলনে প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে কম্পিটিশন ম্যানেজারের পাশাপাশি যোগাসনা ভারতের মুখ্য কর্মকর্তা রাম চাওলা এবং কোষাধ্যক্ষ রোচিত কৌশিক প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *