আম্বালা, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): পঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমানায় বিক্ষোভ প্রদর্শনের সময় শুক্রবারই আন্দোলনকারী এক কৃষকের মৃত্যু হয়েছে। কৃষকের পর এবার মৃত্যু হল এক পুলিশ আধিকারিকেরও। শুক্রবার শম্ভু সীমানায় মৃত্যু হয়েছে ওই পুলিশ আধিকারিকের। তাঁর নাম হীরালাল (৫২)। হরিয়ানায় সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন তিনি। কৃষক বিক্ষোভের আবহে তাঁকে শম্ভু সীমান্তে মোতায়েন করা হয়েছিল। সেখানেই শুক্রবার তাঁর শরীর খারাপ হয়। তড়িঘড়ি অম্বালার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
শনিবার সকালে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের আন্দোলনের জন্য শম্ভু বর্ডারে নিযুক্ত সাব-ইন্সপেক্টর হীরালাল মারা গিয়েছেন। তাঁর বয়স ছিল ৫২ বছর। ডিউটি করার সময় হঠাৎ করেই সাব-ইন্সপেক্টর হীরালালের স্বাস্থ্যের অবনতি হয়। তাৎক্ষণিকভাবে তাঁকে আম্বালা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা অনেক চেষ্টা করেও তাঁকে প্রাণে বাঁচাতে পারেননি। হরিয়ানার ডিজিপি শত্রুজিৎ কাপুর বলেছেন, “সাব-ইন্সপেক্টর হীরালাল সর্বদা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নিজ দায়িত্ব পালন করতেন। তাঁর মৃত্যু পুলিশ বাহিনীর জন্য একটি বড় ক্ষতি।” উল্লেখ্য, এর আগে শুক্রবার প্রাণ হারান জ্ঞান সিং (৬৩) নামে এক কৃষক।