মণিপুরের কাকচিঙে দফায় দফায় গোলাগুলি, হতাহতের খবর নেই

ইমফল, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : মণিপুরের কাকচিং জেলার সুগনু গ্রামের কাছে পেরিফেরাল এলাকায় দফায় দফায় গোলাগুলি চলছে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল শুক্রবার থেকে গুলিবর্ষণ শুরু হয়েছে। উত্তেজনা নিয়ন্ত্রণে পাল্টা গুলিবৰ্ষণ করছে রেপিড অ্যাকশন ফোর্স এবং আসাম রাইফেলস।

রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি মধ্যরাতে প্রথমে কাকচিং জেলার অন্তর্গত সুগনু এলাকায় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা শুরু করে দুর্বৃত্তের দল। এর পর নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে কযেক ঘণ্টা লুকিয়ে আত্মগোপন করে হামলাকারী। কিন্তু গতরাত আবার সশস্ত্র দুর্বৃত্তরা আশপাশ এলাকায় মাঝেমধ্যে বোমাবাজি ও গুলি ছুঁড়তে থাকে। একটি বোমা পড়ে আবাসিক এলাকায়। বোমা বিস্ফোরণে একটি বাড়ি সহ বেশ কিছু সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাকচিঙের পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের এক দল বোমা বিস্ফোরণস্থলে ছুটে গিয়েছেন। পুলিশের সূত্ৰটি জানিয়েছে, এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *