রাজকোট, ১৭ ফেব্রুয়ারি(হি.স.): ইংল্যান্ডের বাজবল ক্রিকেট কাজে এল না। দ্বিতীয় দিনে বাজবল যেটুকু কাজে লেগেছিল কিন্তু তৃতীয় দিনে একেবারেই ব্যর্থ। ভারতীয় বোলারদের দাপটে বিশেষ করে মোঃ সিরাজের বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারলো না ইংল্যান্ড। সিরাজ একাই নিলেন চারটি উইকেট। প্রথম ইনিংস শেষ হয়ে গেল ৩১৯ রানে। বেন ডাকেট ১৫৩ রান করেন। ১২৬ রানে পিছিয়ে ইংরেজরা।
তৃতীয় দিনের সকালে ২০ রান যোগ করার পরে ডাকেট ফিরে যান প্যাভিলিয়নে। এদিন বাকি ৮টি উইকেট ইংল্যান্ড হারায় মাত্র ১১২ রানে। ১২৬ রানের লিড নিয়ে ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত করেছে ১ উইকেটে ১১১। ভারত এগিয়ে রয়েছে ২৩৭ রানে।