কমলপুর, ১৭ ফেব্রুয়ারিঃ কমলপুর নগর পঞ্চায়েত এলাকায় চোরের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন নগর এলাকার কোনো না কোনো জায়গায় চুরি কান্ড সংঘটিত হচ্ছে। এতে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত শনিবার এলাকার মহিলারা ঐক্যবদ্ধ হয়ে স্থানীয় থানার দ্বারস্থ হয়েছেন। শনিবার এলাকার মহিলারা থানায় গিয়ে দ্বায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলেন।
মহিলারা জানান, এলাকায় প্রতিনিয়ত কোনো জায়গায় চুরি কাণ্ড সংঘটিত হচ্ছে। নিজেদের সর্বস্ব খোয়াচ্ছেন তারা। তাই তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন নিরাপত্তার জন্য। এলাকার নিরাপত্তা, সুরক্ষা প্রদান করার দাবী জানিয়েছেন এদিন এলাকার মহিলারা।