নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি সফরে রয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। শনিবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। বেশ কিছু সময় তাঁদের মধ্যে কথা হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাজস্থানের সঙ্গে সম্পর্কিত বিষয়ে তাঁদের কথাবার্তা হয়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়াও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী।