জম্মু ও শ্রীনগর, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): আগামী ২০ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীর সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন জম্মু ও কাশ্মীরে ৩,১৬১ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রীর আসন্ন এই সফরের আগে জম্মু ও কাশ্মীরে বাড়ানো হচ্ছে নিরপত্তা, সুরক্ষা ব্যবস্থা আঁটোসাঁটো করা হচ্ছে। প্রধানমন্ত্রীর এই সফরে যাতে কোনও রকম বিঘ্ন না ঘটে, তাই যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
২০ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরে আগমণের মধ্য দিয়েই কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভা নির্বাচনের দামামা বাজিয়ে দেবেন প্রধানমন্ত্রী, মোদীর আগমণের প্রতীক্ষায় জম্মু ও কাশ্মীরের বিজেপি নেতা ও কর্মীরাও। এম এ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠান থেকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী মোদী। বহু প্রতীক্ষিত জম্মু-শ্রীনগর ট্রেন পরিষেবারও সূচনা করবেন প্রধানমন্ত্রী। এই ট্রেনটি কাশ্মীরের বারামুল্লা শহর থেকে সাংগালাদান পর্যন্ত চলবে।
এছাড়াও জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার বিজয়পুর শহরে এইমস-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, রিয়েসি জেলায় সর্বোচ্চ রেলসেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এখানেই শেষ নয়, আইআইএম জম্মু ও অনেক গুরুত্বপূর্ণ সড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী।