আগরতলা, ১৭ ফেব্রুয়ারিঃ ফের নেশাসামগ্রী সহ এক যুবককে আটক করা হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, পুলিশের কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর ছিল যে একটি বলেরো গাড়িতে করে নেশাসামগ্রী পাচার করা হয় প্রতিনিয়ত।
এই খবরের ভিত্তিতে সোনামুড়া থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল সোনামুড়া খেলার মাঠ সংলগ্ন এলাকায় উৎপেতে বসে। তখনটি টিআর০১-বিএক্স-০৪১১ নম্বরের একটি বলেরো গাড়িকে আটক করে গাড়িতে থাকা গাড়ির চালক রাজু নমঃকে আটক করেছে পুলিশ।
তল্লাশিতে তার কাছ থেকে ৫৭৩ ইয়াবা ট্যাবলেট উদ্ধার কর হয়েছে। তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে নেশাকারবারের সঙ্গে যুক্ত অন্যান্যদেরও হদিশ মিলবে বলে আশা ব্যক্ত করেছেন পুলিশ আধিকারিক।