নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি আবগারি নীতি মামলায় শনিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দিল্লির রাউস আভিনিউ আদালতে হাজিরা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। শনিবার সকালে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিয়ে কেজরিওয়াল বলেন, দিল্লি বিধানসভায় আস্থাভোট ও চলমান বাজেট অধিবেশন থাকার কারণে তিনি সশরীরে আদালতে হাজিরা দিতে পারছেন না। এরপরই আদালত তাঁকে আগামী ১৬ মার্চ সশরীরে আদালতে হাজিরা দেওয়ার অনুমতি দিয়েছে। আদালতের ‘ছাড়পত্র’ হাতিয়ার করে দিল্লির মুখ্যমন্ত্রী ইডি-র ষষ্ঠ সমনও এড়িয়ে যাবেন বলে আইনজীবীদের একাংশ মনে করছেন।
কেজরিওয়ালের আইনজীবী রমেশ গুপ্তা বলেছেন, “সশরীরে আদালতে হাজিরা না দেওয়ার আবেদন জানিয়েছিলেন কেজরিওয়াল, তা গৃহীত হয়েছে। ইডি-র প্রতিনিধিত্বকারী এএসজি রাজু আবেদনের বিরোধিতা করেননি। আগামী ১৬ মার্চ শুনানির দিন ধার্য করেছে আদালত। সবকিছু ঠিকঠাক থাকলে কেজরিওয়ালজি পরবর্তী শুনানির তারিখে আদালতে হাজিরা দেবেন এবং এই বিষয়ে তিনি জামিনও পেতে পারেন।” যাইহোক, ভার্চুয়াল শুনানির পর বিধানসভার উদ্দেশ্যে রওনা দেন কেজরিওয়াল। উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলায় পঞ্চম বারও ইডি-র সমন এড়িয়েছিলেন কেজরিওয়াল। এড়িয়ে গিয়েছিলেন জিজ্ঞাসাবাদ। তা নিয়ে তাঁর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে গত ৩ ফেব্রুয়ারি আবেদন জানানো হয়েছিল। ৭ ফেব্রুয়ারি সেই মামলার শুনানিতে বিচারক দিব্যা মলহোত্র নির্দেশ দিয়েছিলেন, শনিবার আদালতে হাজির হয়ে জবাবদিহি করতে হবে আম আদমি পার্টি (আপ)-র প্রধানকে। সেই মতো ভার্চুয়ালি আদালতে হাজিরা দেন তিনি।