কৃষকদের আন্দোলনে সব্জির দামবৃদ্ধির আশঙ্কা দিল্লিতে, পঞ্জাব থেকে সরবরাহ বিঘ্নিত

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): নিজেদের দাবি আদায়ের দাবিতে কৃষকরা যে আন্দোলন করছেন, সেই আন্দোলনের প্রভাব এবার পড়তে চলেছে দিল্লির সাধারণ মানুষের জীবনযাত্রায়। রাজধানী দিল্লিতে সব্জির দাম বৃদ্ধির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা, কেউ কেউ অবশ্য বলছেন, এখনও সেভাবে প্রভাব পড়েনি। অবশ্য ইতিমধ্যেই দিল্লিতে গাজরের দাম বৃদ্ধি পেয়েছে।

গাজীপুর মান্ডিতে এক ব্যবসায়ী শনিবার বলেছেন, “কৃষকদের বিক্ষোভের কারণে পঞ্জাব থেকে সরবরাহ ব্যাহত হয়েছে, তাই গত ১৫ দিনে গাজরের দাম ৪ টাকা বেড়েছে। এতে সবজির দাম বাড়তে পারে। কৃষক এবং সরকারের মধ্যে এই সমস্যাটি শীঘ্রই শেষ হওয়া উচিত। গাজীপুরের পাইকারি সব্জি বিক্রেতারা বলছেন, সব্জিবোঝাইব ট্রাকগুলি এখনও পর্যন্ত কোনও বাধা ছাড়াই সময়মতো দিল্লি পৌঁছে যাচ্ছে। সব্জির দাম এখন পর্যন্ত প্রভাবিত হয়নি।” আরও একজন বিক্রেতা বলেছেন, বর্তমানে সব্জির দামে কোনও প্রভাব পড়েনি। যদি বিক্ষোভ চলতে থাকে এবং আরও রাস্তা অবরুদ্ধ থাকে, তাহলে উত্তর প্রদেশের গঙ্গানগর, পুনে প্রভৃতি জায়গা থেকে সব্জির সরবরাহ প্রভাবিত হতে পারে, যার ফলে কিছু সব্জির দাম বাড়তে পারে।”