হল্দওয়ানি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): দীর্ঘ দিন অতিক্রান্ত, অবশেষে ধীরে ধীরে হলেও স্বাভাবিক ছন্দে ফিরছে উত্তরাখণ্ডের হল্দওয়ানির বানভুলপুরা। সেখানে আংশিকভাবে তুলে দেওয়া হয়েছে কারফিউ। তবে, রাতে থাকছে কড়াকড়ি। উত্তরাখণ্ড প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নৈনিতাল পুলিশ হল্দওয়ানির বনভুলপুরা থানা এলাকায় কারফিউতে শিথিলতা এনেছে।
তবে, গৌজাজলি, এফএসআই, গোডাউন এলাকায় রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বনভুলপুরা থানার অন্তর্গত বাকি এলাকায় বিকাল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত নৈশ কারফিউ বজায় থাকবে।” উল্লেখ্য, কিছু দিন অবৈধ উচ্ছেদ অভিযানকে ঘিরে অশান্ত হয়ে উঠেছিল হল্দওয়ানির বনভুলপুরা থানা এলাকা।