আগরতলা, ১৬ ফেব্রুয়ারি: রেশন শপের মাধ্যমে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরনের লক্ষ্যমাত্রা নিয়েছে বর্তমান সরকার। সেই অনুযায়ী বিভিন্ন রেশন শপে এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।
তেল থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী সহায়ক মূল্যে ভোক্তাদের তুলে দেওয়া রাজ্য সরকারের যে ব্যবস্থা তাতে গ্রাহকরা খুশি এমনটাই জানালেন রাজ্যের এক রেশন শপের ক্রেতারা। ২৪৫ নং রেশন শপের ভোক্তারা বলেন রাজ্য সরকার এর সিদ্ধান্ত সাধুবাদযোগ্য। এর ফলে সহায়ক মূল্যে তারা নিত্য প্রয়োজনীয় জিনিস পাবেন। যা তাদের আর্থিকভাবে সাহায্য করবে। এর জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ক্রেতাগণ।
প্রসঙ্গত রাজ্যের ১৪ টি রেশনশপে গতকালকে থেকে দুগ্ধজাত বিভিন্ন সামগ্রী সহায়ক মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।