মণিপুরের কাকচিং জেলায় সশস্ত্ৰ কুকি দুৰ্বৃত্তদের বন্দুক হামলায় জখম বিএসএফ জওয়ান

ইমফল, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : মণিপুরের কাকচিং জেলায় সশস্ত্ৰ কুকি দুৰ্বৃত্তদের বন্দুক হামলায় জখম হয়েছেন বিএসএফ-এর ১৩৬ ব্যাটালিয়নেক হেড কনস্টেবল সোম দত্ত (৪৫)। গুলুবিদ্ধ সোম দত্তকে কাকচিং জেলা সদরে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। তিনি হিমাচল প্রদেশের বাসিন্দা।

সরকারি সূত্রে জানা গেছে, কাকচিং জেলার সুগনু গ্রামের কাছে পেরিফেরাল এলাকায় দফায় দফায় গোলাগুলি চলছে। গত তিন দিন ধরে সুগনু গ্ৰাম এবং সংলগ্ন পেরিফেরাল এলাকায় কুকি সশস্ত্র দুর্বৃত্তরা লাগাতার হামলা চলিয়েছে। একদিন সামান্য বিরতির পর শুক্রবার রাতে আবার তারা মাঝারি মেশিনগান নিয়ে পাহাড়ের ঢাল থেকে গুলি চালানো শুরু করে। দফায় দফায় গোলাগুলি আজ শনিবার এ খবর লেখা পর্যন্ত চলছে। দুর্বৃত্তদের ছোঁড়া গুলি বিএসএফ জওয়ান সোম দত্তের বাম কাঁধে বিঁধেছে, জানিয়েছে সরকারি সূত্রটি।

সূত্রটি জানিয়েছে, গত ১৩ ফেব্রুয়ারি মধ্যরাতে প্রথমে কাকচিং জেলার অন্তর্গত সুগনু গ্রামে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রাম স্বেচ্ছাসেবকদের লক্ষ্য করে হামলা শুরু করে দুর্বৃত্তের দল। এর পর নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে লুকিয়ে আত্মগোপন করে হামলাকারী। কিন্তু গতরাতে আবার সশস্ত্র দুর্বৃত্তরা আশপাশ এলাকায় মাঝেমধ্যে বোমাবাজি ও গুলি ছুঁড়তে থাকে। একটি বোমা পড়ে আবাসিক এলাকায়। বোমা বিস্ফোরণে একটি বাড়ি সহ বেশ কিছু সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরকারি সূত্রটি আরও জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে কাকচিং জেলার সুগনু এলাকায় বিএসএফ-এর এক জওয়ান গুলিবিদ্ধ হয়েছিলেন। তাঁর পেটের ডান দিকে গুলি লেগেছে। তাঁকে দ্রুত সুগনু সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালে নিয়ে ভরতি হয়েছিল।

গোটা সুগনু গ্ৰাম ও সংলগ্ন এলাকায় বিএসএফ, রেপিড অ্যাকশন ফোর্স এবং আসাম রাইফেলস সশস্ত্ৰ দুৰ্বৃত্তদের মোকাবিলায় পাল্টা গুলি ছুঁড়ছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *