দিল্লির ভারত মণ্ডপমে শুরু বিজেপির দু”দিনের জাতীয় কাউন্সিল বৈঠক, প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে বিজেপির দু”দিনের জাতীয় কাউন্সিল বৈঠক। আসন্ন লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে বিজেপির এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। শনিবার জাতীয় কাউন্সিলের বৈঠক শুরু হওয়ার পর প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাও।

কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, নেতারা দু”দিনের এই জাতীয় কাউন্সিল বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠকের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন করেন প্রধানমন্ত্রী মোদী, উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। প্রধানমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে অভিবাদন জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *